পাঠ্যপুস্তকে ভুল থাকলে সংশোধন, গুজবে কান দেবেন না : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তেই সবার প্রচেষ্টায় নতুন শিক্ষাক্রম তৈরি করা হয়েছে। কিন্তু এটা করা শ্রম ও সময়সাপেক্ষ একটি কাজ। এরমধ্যে করোনা মহামারি, বৈশ্বিক সংকটও গেছে। তাই কাজ করতে গিয়ে পাঠ্যপুস্তকে কোথাও কোথাও কিছু ভুল থাকতে পারে। যদিও থাকা উচিৎ নয়, তারপরও কিছু ভুল থেকে গেছে। আরও ভুল পাওয়া যেতে পারে। আমরা ভুল স্বীকার করে তা সংশোধন করবো। কিন্তু মিথ্যা, অপপ্রচার, গুজবে কান দেবেন না।’
যশোরে শামসুল হুদা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ছয় দিনব্যাপী ৫১তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতির পিতার স্বপ্ন ছিল স্মার্ট বাংলাদেশ গড়ার। তাঁর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ সে পথেই এগিয়ে চলেছে। ২০৩০ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য অর্জনে যেসব চ্যালেঞ্জ আছে তা মোকাবিলায় আমাদের শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। সেটা মাথায় রেখেই শিক্ষাব্যবস্থাকে রূপান্তর করা হয়েছে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন কারিকুলামে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি, চিন্তা করার দক্ষতা ও সমসাময়িক বিষয় সমাধানে দক্ষতা অর্জন হবে।’
যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আহসান হাবীব বলেন, ‘সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চারটি অঞ্চলে ভাগ করে পদ্ম, গোলাপ, বকুল ও চাঁপা নামকরণ করা হয়েছে। ছয় দিনের এ প্রতিযোগিতা চলবে মঙ্গলবার পর্যন্ত। ৮টি ইভেন্টে ৮২৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৪৪০ জন ছাত্র এবং ৩৮৪ জন ছাত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের জ্যেষ্ঠ সচিব কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. ওমর ফারুক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আহসান হাবিব।