পাবনায় নকল প্রসাধনসামগ্রীর কারখানা, মালিককে জেল-জরিমানা
পাবনায় নকল প্রসাধন তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। বিদেশি ব্রান্ডের প্রসাধসামগ্রী তৈরি করা হয় সেখানে। লিয়ন কসমেটিক্স নামে ওই কারখানায় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। জব্দ করেছে বিপুল প্রসাধনসামগ্রী। করেছে জরিমানা। আর কারখানার মালিককে দেওয়া হয়েছে কারাদণ্ড।
অভিযানসূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকারের নেতেৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের শালগাড়িয়ার গোলাপবাগ এলাকায় লিয়ন কসমেটিক্স কারখানায় অভিযান চালায়। এ সময় ওই কারখানা থেকে বিপুল বিদেশি নকল প্রসাধন সামগ্রী ও সরঞ্জাম জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাছনাত লিয়ন কসমেটিক্সের মালিক আসাদুজ্জামান ওরফে মাসুমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত আসাদুজ্জামানকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ সময় মানবদেহের জন্য ক্ষতিকর জব্দ করা নকল প্রসাধন সামগ্রী ধ্বংস করা হয়।