পাবনায় পুড়ে গেল সাড়ে ৩০০ মণ পাট
পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজারে এক ব্যবসায়ীর পাটের গুদামে অগ্নিকাণ্ডে ৩৫০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাড়ে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই ব্যবসায়ীর। গতকাল রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।
সুজানগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত পাটের ব্যবসায়ী কোরবান আলী বিশ্বাস বলেন, ‘এবারে পাটের ব্যবসা ভালো। তাই ১২ লাখ টাকা সিসি ঋণ নিয়ে সাড়ে সাত লাখ টাকার পাট কিনে নিজের গুদামে রাখি। গতকাল রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গুদামের টিনের বেড়া কেটে বাইরে থেকে আগুন ধরিয়ে দেয়। এতে আমার ৩৫০ মণ পাট পুড়ে ছাই হয়ে যায়।’ একটি মহল তাঁকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এ কাজ করেছে বলে দাবি ওই ব্যবসায়ীর।
সুজানগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাব্বির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে গুদামের বাইরে থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তদন্ত শেষ হলে এটি আরো পরিষ্কার হবে।’
দুবলিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. শফিউল আলম বলেন, ‘রাতে প্রথমে পুলিশই আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।’
পাবনা চেম্বারের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি ও সহসভাপতি ফোরকান রেজা বিশ্বাস বাদশা যৌথ বিবৃতিতে এ ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন।