পাবনায় বিষাক্ত মদপানে দুই বন্ধুর মৃত্যু
পাবনার সাঁথিয়া উপজেলায় ছোট বোনের জন্মদিনের উৎসবে মদ পান করে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোররাতে উপজেলার বনগ্রাম সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সাঁথিয়া উপজেলার বনগ্রাম সাহাপাড়ার নন্দদুলালের ছেলে শুভ সাহা (২২) ও সুবাস সাহার ছেলে আকাশ সাহা (২০)। তাঁরা একে অপরের বন্ধু ছিলেন।
স্থানীয় লোকজন জানান, অতিরিক্ত মদপানে ওই দুই যুবক অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোকজন বুঝতে পেরে তাঁদের উদ্ধার করে রাত ৩টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথে তাঁদের দুজনের মৃত্যু হয়।
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই রুম থেকে মদ খাওয়ার বিভিন্ন আলামত পেয়েছে। আমরা অধিক গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছি এই মদের উৎস কোথায়, কারা এসবের সঙ্গে জড়িত। তাদের আইনের আওতায় আনা হবে।’