থানায় ঢুকে ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

নাটোর সদর থানা। ফাইল ছবি
নাটোরের লালপুর থানায় ঢুকে ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২ নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছিনিয়ে নেওয়া আসামি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) দিনগত রাতভর অভিযান চালিয়ে উপজেলার গৌরীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- রুবেলের বোন ফারজানা ইয়াসমিন বৃষ্টি, রূপা খাতুন ও উপজেলা যুবদল নেতা মাসুদ রানা মজনু।
বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, বিএনপি নেতা আব্দুর রশিদের বাড়িতে গুলি বর্ষণের মামলায় মঙ্গলবার বিকেলে ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করে লালপুর থানা পুলিশ। খবর পেয়ে দলীয় লোকজন থানায় ঢুকে পুলিশ হেফাজত থেকে রুবেলকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।