পাভেল হত্যায় এক যুবকের মৃত্যুদণ্ড ও দুইজনকে কারাদণ্ড
রাজধানীর শ্যামপুরে শেখ ইসলাম পাভেল নামে এক যুবককে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড, দুইজনকে যাবজ্জীবন ও একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফছা ঝুমা এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন—তুহিন। অপরদিকে এরফান ও রাব্বিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং মাসুমকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিচারক রায়ে আসামি এরফান ও রাব্বিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন। অপরদিকে, মাসুমকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিন রায় ঘোষণার আগে তুহিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপরদিকে মাসুম পলাতক রয়েছেন। অপর দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা এই মামলায় জামিনে ছিলেন।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ভিকটিম পাভেল ও আসামিরা শ্যামপুরের জুরাইন এলাকায় বাস করতেন। তুহিন ভিকটিমের বোনকে প্রায় বিরক্ত করত। এ নিয়ে পাভেল ও তুহিনের মধ্যে বিরোধ হয়।
তুহিন ২০১৮ সালের ৩ নভেম্বর রাতে এলাকায় ধুমপান করছিল। পাভেল তাঁকে ধুমপান করতে নিষেধ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। সে সময় পাভেলকে হত্যার হুমকি দিয়ে তুহিন চলে যান। পরবর্তীতে রাত সাড়ে ১০ টায় জুরাইন নতুন রাস্তা খাদ্য ভবনের পাশে পাভেল তাঁর বন্ধুদের সঙ্গে গল্প করছিল। এসময় আসামিরা পাভেলের ওপর হামলা চালিয়ে আহত করেন।
আহত অবস্থায় পাভেলকে তাঁর বন্ধুরা হাসপাতালে নিয়ে যান। এর পরদিন পাভেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় রাজধানীর শ্যামপুর থানায় পাভেলের বাবা মনির হোসেন বাদী হয়ে মামলা করেন।