পায়ে লিখে জিপিএ ৫ পাওয়া তামান্নার বাড়িতে জয়-লেখক
পায়ে লিখে জিপিএ ৫ পাওয়া অদম্য তামান্না আক্তার নুরার বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তারা যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুর গ্রামে তামান্নার বাড়িতে হাজির হন। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারাসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতারাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার শুভেচ্ছা ফোনের পর প্রশংসায় ভাসছেন পায়ে লিখে জিপিএ ৫ পাওয়া অদম্য তামান্না আক্তার নুরা। মন্ত্রী, সংসদ সদস্যসহ, জনপ্রতিনিধি, প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক নেতারা বাসায় গিয়ে তাঁকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন।
সর্বশেষ তামান্নাকে শুভেচ্ছা জানাতে তাঁর গ্রামের বাড়িতে হাজির হন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ সময় তারা তামান্নাকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ কয়েকটি বই ও ফল উপহার হিসেবে দেন। সেইসঙ্গে তামান্নার সঙ্গে তাঁর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেন এবং সেলফি তোলেন।
এ সময় ছাত্রলীগের এই দুই নেতা তামান্নার আগামীর পথচলায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় অবস্থান নিয়ে দক্ষ শিক্ষকের মাধ্যমে প্রস্তুতি গ্রহণে সহযোগিতার আশ্বাস দেন।
জন্ম থেকেই তামান্নার দুটি হাত ও একটি পা নেই। সব প্রতিকূলতা আর পাহাড়সম বাধা পেরিয়ে তামান্না পিএসসি, জেএসসি, এসএসসির ধারাবাহিকতা বজায় রেখে এইচএসসিতেও জিপিএ ৫ পেয়েছে। তাঁর সাফল্যের খবর শুনে গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ রেহানা ও সন্ধ্যার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামান্নাকে ফোন করে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এরপর শিক্ষামন্ত্রীসহ একাধিক মন্ত্রী ও সংসদ সদস্য তাঁকে অভিনন্দন জানান।