পিরোজপুরে করোনায় চারজনের মৃত্যু, লকডাউন কার্যকরে কঠোর প্রশাসন
পিরোজপুর করোনায় গত ২৪ ঘণ্টায় ৮০ জন করোনা পজিটিভ পাওয়া গেছে এবং পিরোজপুরে করোনা আক্রান্ত হয়ে সদর উপজেলায় তিনজন এবং ভাণ্ডারিয়ায় একজন মারা গেছে। পিরোজপুর জেলা হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি রয়েছে। জেলায় মোট সংক্রমণের হার ৪৫ শতাংশ।
এদিকে জেলার সাতটি উপজেলায় চলছে কঠোর লকডাউন। লকডাউন সফল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার মাঠে রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে শহরগুলোর দোকান বন্ধ রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের মতে, এ জেলায় ১০ হাজার নমুনা পরীক্ষা করে দুই হাজার ২৭৫ জন পজিটিভ হয়েছে। এদের মধ্যে ৪০ জন মারা গেছে এবং এক হাজার ৬৮৪ জন সুস্থ হয়েছে। জেলায় মোট আক্রান্ত ৪৫ শতাধিক রোগী।
সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইফসুফ জাকী জানান, গত ২৪ ঘণ্টায় ১৮২টি স্যাম্পল পরীক্ষা করে ৮০ জনকে পজিটিভ পাওয়া গেছে। জেলা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ওয়ার্ডে ২৮ জন এবং আইসোলেশনে ১৭ জন রোগীসহ মোট ৪৪ জন রোগী ভর্তি আছে। গত ২৪ ঘণ্টায় জেলায় চারজন রোগী মারা গেছে। করোনা ওয়ার্ডে সেন্টাল অক্সিজেনসহ অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, সকাল থেকেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার মাঠে থেকে যৌথভাবে কাজ করে যাচ্ছে। সব দোকানপাট বন্ধ রয়েছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় থাকলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয় হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা চলমান রয়েছে।