পূর্বধলায় অগ্নিকাণ্ডে চালকল ও বাড়িসহ ১০ দোকান পুড়ে ছাই
নেত্রকোনার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ভবেরবাজারে অগ্নিকাণ্ডে একটি চালকল, দুটি বসতঘর ও ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে চালকল থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।
এ সময় স্থানীয় হাদিস মিয়ার চালকল, আবদুল বারেকের বাসা ও দোকান, লিটনের মনোহারী দোকান, আরিফ মিয়ার বাসা ও দোকান, কামরুলের কাপড়ের দোকান, জালাল ও মোসলেম উদ্দিনের মনোহারী দোকান, মজিদের চা দোকান, ওয়াজেদ আলীর হাঁস-মুরগির খাবারের দোকান ও দুলাল মিয়ার মনোহারী দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
জানা গেছে, অগ্নিকাণ্ডের পরই স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর নেত্রকোনা ও ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই একটি চালকল, দুটি বসতঘর ও ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে চারজন আহত হন।
স্থানীয় গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির সায়েদ আল-মামুন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি ৫০ লাখ টাকার মতো হবে। স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক ও সংসদ সদস্য মহোদয়কে বিষয়টি জানানো হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বলেন, ‘আমি স্থানীয় প্রশাসনকে আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য বলেছি। আমার ব্যক্তিগত ও সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব, তাদের সহযোগিতা করা হবে।’