প্রতারক থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের

ঢাকার মার্কিন দূতাবাস। ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা ও সাক্ষাৎকারের সময়সূচি নিয়ে প্রতারকচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাসটি।
আজ সোমবার ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় ভিসা প্রত্যাশীদের দৃষ্টি আকর্ষণ করে তাদের সতর্ক করা হয়।
দূতাবাসের বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা ও সাক্ষাৎকারের সময়সূচি দেওয়ার নাম করে প্রতারকচক্র কখনো কখনো অত্যধিক দাম হাঁকে অথবা এমন সব প্রতিশ্রুতি দেয় যা তারা রাখতে পারে না।
এমন কোনো প্রতারকের খপ্পরে পড়লে DhakaFraud@state.gov -এ যোগাযোগ করতে বলেছে দূতাবাস।