প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকল্প নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, প্রতিযোগিতার এই যুগে তরুণদের টিকে থাকতে হলে প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকল্প নেই। এ জন্য সরকার প্রযুক্তি নির্ভর জাতি গড়ে তুলতে কাজ করছে।
আজ শনিবার দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মিলনায়তনে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এই ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে তরুণ-তরুণীরা নিজের পায়ে দাঁড়াতে পারবেন। এতে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’