প্রয়োজনে ডা. মুরাদকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি
প্রয়োজনে সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মুরাদের সঙ্গে নায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁসের ঘটনার জেরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
আজ মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।
সম্প্রতি মাহিয়া মাহির সঙ্গে মুরাদ হাসানের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে মাহিকে হোটেলের কক্ষে যেতে হুমকি দেওয়ার কথা শোনা যায়। চিত্রনায়ক মামনুন হাসান ইমনের ফোনে কথা বলতে বলতে এক পর্যায়ে মুরাদ হাসান গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে মাহিকে তুলে নিয়ে আসার কথা জানান।
ফোনে মুরাদ হাসান মাহিকে উদ্দেশ করে বলেন, ‘তুই এখনি আসবি। এখন পুলিশ, ডিবি, এসবি, ডিএসবি ও ডিজিএফআই পাঠাচ্ছি। তোরে বাইন্দা নিয়ে আসবে। আসবি না তুই বল?’
আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এমন মন্তব্য করার বিষয়ে জানতে চাইলে হারুন অর রশিদ বলেন, ‘আমি অন্য কোনো বাহিনীর কথা বলবো না। যেহেতু তিনি (মুরাদ হাসান) ডিবির কথা উল্লেখ করেছেন। প্রয়োজনে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো।’
নায়ক ইমনের মোবাইল থেকে অডিওটি ছড়িয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমরা এখনো তদন্ত করছি।’
আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ দিলে নায়ক ইমন ও মাহিয়া মাহিকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে কি না জানতে চাইলে যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘আনুষ্ঠানিকভাবে কেউ যদি অভিযোগ করে এবং আমাদের ডিবি সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ আসে তাহলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। কোনো কিছু ভাইরাল হলে আমাদের ডিবির সাইবার ইউনিট দেখভাল করে ও তদন্ত করে।’
মাহি যদি দেশে আসে তাকেও আপনারা জিজ্ঞাসাবাদ করবেন কি না এমন প্রশ্নের জবাবে হারুন অর রশিদ বলেন, ‘হ্যাঁ, আমরা মাহিকেও জিজ্ঞাসাবাদ করবো।’
সেদিন ফোনালাপের পরে ধর্ষণ সংঘটিত হয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে ডিবির যুগ্ম কমিশনার বলেন, ‘এ ধরনের অভিযোগ আমাদের কাছে এখনো আসেনি। আমরা প্রয়োজনে সবার সঙ্গেই কথা বলবো।’
এই অডিও ফাঁসের বিষয়ে গতকাল সোমবার রাতে চিত্রনায়ক মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। ইমন আজ বিকেলে দিকে পুনরায় ডিবিতে গেছেন বলে তিনিই এ প্রতিবেদককে জানিয়েছেন।
গতকাল রাতের পর আজ আবার কেন ডিবিতে এমন প্রশ্নে ইমনের দাবি, ‘আমার মুঠোফোনে অপরিচিত অনেক নম্বর থেকে কল আসছে। ফোনকলে অতিষ্ঠ আমি। এই তথ্য জানাতেই আমি ডিবি কার্যালয়ে গিয়েছি।’
মামনুন হাসান ইমন বলেন, ‘গতকাল রাতে যখন ডিবিতে গিয়েছিলাম, তখন আমাকে বলা হয়েছিল; কোনো ঝামেলা বোধ করলেই যেন তাদেরকে জানানো হয়। আমি সকালে ডিবিতে ফোন দিলাম। তখন আমাকে সামনা-সামনি গিয়ে বিষয়টি ভালো করে জানাতে বলা হল। সেজন্য আবার গিয়েছি। দেশি-বিদেশি নানা নম্বর থেকে আমার মোবাইলে কল আসছে। কিন্তু, আমি সেসব ফোনকল ধরিনি।’
মামনুন হাসান ইমন আরও বলেন, ‘আমি নিজেই গতকাল রাতে ডিবি কার্যালয়ে গিয়েছিলাম। কারণ, এখন মানুষ এ বিষয়টি নিয়ে নানাভাবে কথা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কথা বলছেন। এমন হতেই পারে, আমার ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলো হ্যাক হতে পারে। আমার এসব শঙ্কার জায়গাগুলো থেকে মূলত আমার সাইবার নিরাপত্তার বিষয়ে কথা বলতে যাওয়া সেখানে।’
ইমন আরও বলেন, ‘তারপর ডিবি থেকে এসব বিষয়ে আমার কাছে জানতে চাওয়া হয়, ফোনালাপটি ফাঁস হলো কীভাবে; আমার দায় আছে কি না। যা ঘটনা আমি বলেছি। আমার এখানে কোনো দোষ নেই, সেটাও জানিয়েছি। তখন ডিবি থেকে আমাকে চিন্তা না করার জন্য বলা হয়েছে। আমি এমন কোনো দোষ করিনি, যে আমাকে তলব করবে। আমিই আমার নিরাপত্তার বিষয়ে কথা বলতে গিয়েছিলাম।’