ফরহাদের ইয়াবা সেবন : নোটিশের জবাব পেয়েও ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন ফকিরের বিরুদ্ধে ২০ দিনেও কোনো ব্যবস্থা নেই কেন্দ্রীয় ছাত্রলীগ।
ফরহাদ তিন দিনের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিলেও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কোনো ব্যবস্থা নেননি।
গত ১০ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফরহাদ ফকিরের ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে ‘মজা করে ইয়াবায় টান’, ছাত্রলীগনেতার ভিডিও ভাইরাল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে এনটিভি অনলাইন। এর পর ১৪ আগস্ট কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে ফরহাদ ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় ফরহাদ হোসেন (সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা শাখা) আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।’
এ বিষয়ে ফরহাদ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি নোটিশের জবাব তিনদিনের দিনই দিয়ে দিয়েছি। এর বাইরে আর কোনো কথা বলতে পারব না।’
এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা আগামী দুই তিন দিনের মধ্যেই ব্যবস্থা গ্রহণ করব। এতদিন আগস্টের অনুষ্ঠানের জন্য ব্যস্ত ছিলাম। তাই কোনো সিদ্ধান্ত নিতে পারিনি।’