ফরিদপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নয়াপাড়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ২৫ থেকে ৩০ জন আহত হয়।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সন্ধ্যার ঠিক কিছু আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. গিয়াস উদ্দিনের সমর্থকদের সঙ্গে ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. কামালের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ২৫ থেকে ৩০ জন আহত হয়।
পরে সেখান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালসহ বিভিন্ন জায়গায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর পরই পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়।