ফরিদপুরে পাটকল শ্রমিককে গণধর্ষণ, আটক ৩
ফরিদপুরের গণধর্ষণের শিকার হয়েছেন একজন পাটকল শ্রমিক (২৪)। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলার আলফাডাঙ্গা উপজেলায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন আরিফুল (২৬), গিয়াস (২৫) ও ইসরাফিল (২৬)।
ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, ওই নারী রাতে কাজ শেষে পাটকল শ্রমিকদের বহনকারী গাড়িতে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির কাছাকাছি এলে পরিবহনটির চালকসহ চারজন মিলে তাঁকে ধর্ষণ করে। ঘটনাটি বাড়ি ফিরে ধর্ষিতা তাঁর মাকে জানান। এরপর তাঁর মা পুলিশকে বিষয়টি জানালে আলফাডাঙ্গা থানা পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আরিফুল, গিয়াস ও ইসরাফিলকে আটক করে।
ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।