ফরিদপুরে ২০০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ফরিদপুর সদর উপজেলার জ্ঞানদিয়া এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ তুহিন শেখ (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করার দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার জ্ঞানদিয়া এলাকার বাড়িতে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ তুহিন শেখ নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তুহিন শেখের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।