ফলের ভেতর দিয়ে টেকনাফ থেকে ইয়াবা এলো গাজীপুরে, আটক ২
কক্সবাজারের টেকনাফ থেকে আসছে ইয়াবার একটি বড় চালান। সেই চালান গাজীপুর মহানগরীর বাসন থানার সড়ক ভবনের সামনে চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর সড়কের পাশে বিক্রির জন্য রাখা হয়েছে। এই খবরে সেখানে অভিযান চালায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) একটি দল।
ঘটনাস্থলে গিয়ে সন্দেভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে, তাদের কাছে থাকা দেশি ও বিদেশি ফলের ভেতরে মিলে সাড়ে ৪ হাজার ইয়াবা। গতকাল শুক্রবার রাতের ঘটনা এটি।
আজ শনিবার (৬ মে) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জিএমপির উপপুলিশ কমিশনার মো. ইব্রাহীম খান।
আটককৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার উত্তর লেঙ্গুর বিল এলাকার ইমরান (২৫) ও একই থানার মিঠাপানির ছড়া এলাকার হুমায়ূন কবির (১৯)। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত দুজন মাদক কারবারি।
নিজ কার্যালয়ে হওয়া সংবাদ সম্মেলনে ইব্রাহীম খান বলেন, টেকনাফ থেকে ইয়াবার চালান আসছে এ খবরে জিএমপির গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বাসন থানার সড়ক ভবনের সামনে যায়।
সেখানে থেকে ইমরান ও হুমায়ূন কবিরকে আটক এবং তাদের কাছ থেকে সাড়ে ৪ হাজার ইয়াবা জব্দ করা হয়।
পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, ‘মাদক কারবারিরা বেশ কয়েকটি আনারস, ডালিম, মাল্টা ও আপেলের মধ্যে ইয়াবাগুলো লুকিয়ে রেখেছিল। ফলগুলো কেটে পলিথিনে ভরে অভিনব কায়দায় সেসব ফলে খোসা লাগিয়ে পাচার করছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে টেকনাফ থেকে ইয়াবার চালান গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল তারা। এ ব্যাপারে বাসন থানায় মামলা করা হয়েছে।’