ফলোআপ : আতঙ্ক কাটেনি মিটফোর্ড হাসপাতালে
ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের আরো ৬৯ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এতে হাসপাতালটিতে কিছুটা স্বস্তি এলেও আতঙ্ক কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এর আগে হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসকসহ মোট ২১ জনের করোনাভাইরাস ধরা পড়ে। কর্তৃপক্ষ দাবি করেছে, একজন রোগী মিথ্যা তথ্য দিয়ে ভর্তি ও অপারেশন করার কারণেই এই সংক্রমণ হয়েছে। এ নিয়ে এনটিভি অনলাইনে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
আক্রান্ত ২১ জনের সংস্পর্শে আসা হাসপাতালটির চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ আরো ৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়। আজ শনিবার তাদের রেজাল্ট পাওয়া যায়। তাদের সবাই করোনামুক্ত বলে জানানো হয়।
এ বিষয়ে মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ উন নবী আজ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা প্রথমে আতঙ্কিত ছিলাম, তবে আজকে ৬৯ জনের রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি ফিরে এসেছে। রোগীরা তথ্য গোপন না করলে ডাক্তারদের জন্য চিকিৎসাসেবা দেওয়া সহজ হয়। আর ইমার্জেন্সি রোগী দেখলে তো তখন আর কিছু করার থাকে না, আগে অপারেশনে যেতে হয়।’
হাসপাতালের একাধিক চিকিৎসক বলেন, যদিও আজকে সবারই কোভিড-১৯ নেগেটিভ রেজাল্ট এসেছে, তবে তাদের আতঙ্ক কাটেনি। তার কারণ, রোগীরা অনেকেই সঠিক তথ্য দিচ্ছে না। ফলে অনেক ডাক্তার আতঙ্কিত।