ফসলি জমিতে ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ না করার দাবিতে মানববন্ধন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ফসলি জমিতে স্থানীয় ভূমিহীনদের মুজিববর্ষের গৃহ নির্মাণ না করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ফসলি জমির মালিক ও ভুক্তভোগীরা। গত মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ উপজেলার ১ নম্বর পূর্ব বালিথুবা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লোহাগড়া স্থানীয় পাঁচ শতাধিক নারী- পুরুষ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে।
এ সময় মানববন্ধনে এলাকাবাসী জানায়, প্রধানমন্ত্রী যেখানে সারা দেশের কোথাও এক টুকরো ফসলি জমি নষ্ট না করার নির্দেশ দিয়েছেন। সেখানে আমাদের এলাকার ফসলি জমি নষ্ট করে সরকারিভাবে ফরিদগঞ্জ উপজেলার স্থানীয় ভূমিহীনদের মুজিববর্ষের গৃহ নির্মাণ করায় আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কালু মিয়া, মোক্তার আহমেদ, বিল্লাল হাজী, খলিল মুন্সি, আবুল কাশেম তপাদার, মোহাম্মদ ইদ্রিস তপাদার, আলাউদ্দিন মিজি, শাহজাহান মিজি, মো. জাহাঙ্গীর হোসেনসহ এলাকাবাসী।
ভুক্তভোগীরা বলেন, এখানে ঘর নির্মাণ হলে আমাদের ফসলি জমি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আমাদের দাবি, ফসলি জমিতে গৃহ নির্মাণ না করে অন্য স্থানে করা হোক।
এ ঘটনায় এলাকাবাসী সম্প্রতি জেলা প্রশাসক ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে।