ফুটবলার আরিফকে সংবর্ধনা দিলেন সালমা ওসমান লিপি
কৃতি ফুটবলার আরিফ হাওলাদারকে সংবর্ধনা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের সহধর্মিণী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।
ফুটবলার আরিফ দৈনিক ৪০০ টাকা মজুরিতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছেন- গণমাধ্যমে এমন সংবাদ প্রচারিত হওয়ার পরই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন সালমা ওসমান লিপি।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সালমা ওসমান লিপি ফুটবলার আরিফকে সংবর্ধনা দেন। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক প্রমুখ।
সাড়ে ছয় লাখ টাকা চুক্তিতে খেলা নারায়ণগঞ্জের ফুটবলার আরিফ হাওলাদার এবার দল না পেয়ে বেকার হয়ে যান। করোনাকালে কাজ হারিয়ে একপর্যায়ে সংসারের খরচ জোগাতে ৪০০ টাকা রোজে নির্মাণশ্রমিকের কাজ নেন। লোকচক্ষুর আড়ালে প্রায় আড়াই মাস আরিফ এ কাজ করেন। একপর্যায়ে বিষয়টি সালমা ওসমান লিপি জানতে পেরে তাৎক্ষণিকভাবে আরিফকে আর্থিক সহায়তা দেন। এর ফলে আরিফকে আর নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে হয়নি।
সভায় বক্তারা স্ট্রাইকার আরিফের প্রশংসা করে বলেন, আরিফ কষ্টের মধ্যেও কারো কাছে হাত পাতেননি। তিনি হাতের কাছে যে কাজটি পেয়েছেন সেটিই করেছেন। সেই কাজ ছোট না বড় তা দেখেননি। তিনি কাজকে সম্মান করেন। সেজন্য সংসারের অভাব মেটাতে রাজজোগালির কাজ করেছেন।
এ সময় আরিফ হাওলাদারও সংবর্ধনার আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
পরে সালমা ওসমান লিপি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের জন্য ১০টি বেড ও চিকিৎসা সরঞ্জাম সিভিল সার্জনের হাতে তুলে দেন। এ ছাড়া প্রতিবন্ধীদের হুইল চেয়ার এবং অসুস্থ শিশুদের আর্থিক অনুদানের চেক দেন।