ফেনীতে পুলিশ-বিএনপির সংঘর্ষ, আহত ১০

ফেনী জেলা বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ। ছবি : এনটিভি
জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফেনী জেলা বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়ে পুলিশ। এসব ঘটনায় পথচারীসহ অন্তত ১০জন আহত হয়েছেন বলে উঠেছে দাবি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের ইসলামপুর রোড থেকে জেলা বিএনপির বিএক্ষাভ মিছিল বের করে। মিছিলটি শহরের জিরো পয়েন্টের দিকে যেতে থাকে। এসময় পুলিশ বাধা দেয়। এতে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

জেলা বিএনপি আহ্বায়ক আলাল উদ্দিন আলালের দাবি, পুলিশের হামলায় তাঁদের ১০ কর্মী আহত হয়েছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড ফাকা রাবার বুলেট নিক্ষেপ করতে হয়েছে। এখন পরিস্থিত নিয়ন্ত্রণে আছে।