ফেসবুকে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও, গৃহশিক্ষক গ্রেপ্তার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গৃহবধূর আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. সাব্বির হোসাইন (২৭) নামের এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার দিবাগত রাতে জেলার কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকা থেকে ওই গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া গৃহশিক্ষক পটুয়াখালী জেলা সদরের পশ্চিম আউলিয়াপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, অভিযুক্ত সাব্বির হোসাইন এক প্রবাসীর বাড়িতে গৃহশিক্ষক হিসেবে থেকে তাঁর ছেলেমেয়েকে পড়াতেন। দীর্ঘদিন এভাবে যাওয়া আসার ফলে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের কিছু অন্তরঙ্গ এবং অশ্লীল ছবি মোবাইল ফোনে ধারণ করেন সাব্বির। পরে সেই ছবি ও ভিডিও দিয়ে ভিকটিমকে ব্লাকমেইল করে টাকা দাবি করেন গৃহশিক্ষক সাব্বির। এতে ওই প্রবাসীর স্ত্রী প্রতিবাদ করেন। এরপর আসামি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই গৃহবধূর আপত্তিকর ছবি ছড়িয়ে দেন।
ভিকটিম এ ব্যাপারে অভিযোগ দিলে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে আসামি মো. সাব্বির হোসাইনকে গ্রেপ্তার করে। এরপর আসামির কাছ থেকে মোবাইল ফোন, ছবি ও ভিডিও জব্দ করে।
র্যাব-৮-এর সহযোগিতায় ভিকটিম নিজে বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা করেছেন। এ সংক্রান্ত তথ্য প্রমাণসহ আসামিকে কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।