ফেসবুকে রাষ্ট্রবিরোধী প্রচারণার দায়ে বান্দরবানে বিএনপিনেতা গ্রেপ্তার
বান্দরবানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা চালানোর অপরাধে বিএনপিনেতা ওমর ফারুক জিহাদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম এলাকার নিজ বাসা থেকে জিহাদকে গ্রেপ্তার করা হয়।
দলীয় সূত্রে দাবি করা হয়, গ্রেপ্তারকৃত যুবক ওমর ফারুক জিহাদ বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এছাড়া স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সুবাদে সড়ক দুর্ঘটনা এবং করোনাকালীন অসহায় মানুষদের সেবায় রক্ত সংগ্রহ, ত্রাণ পৌঁছে দেওয়াসহ বিভিন্ন মানবসেবার সঙ্গে জড়িত।
তবে পুলিশের দাবি, জিহাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজ আইডি থেকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা চালান। তাঁর ফেসবুক আইডি থেকে সম্প্রতি লকডাউনে ‘ব্যাংক খোলা রাখা, হাজার হাজার শ্রমিক দিয়ে কলকারখানা খোলা, মসজিদের বেলায় ২০ জন বাদে তালা এটার নামই লকডাউন, মাফিয়ারা দেশটাকে ছিঁড়ে খাচ্ছে প্রতিনিয়ত, খাবার দাও, নইলে মানচিত্র ছিঁড়ে খাবসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার চালিয়ে যাচ্ছে আর এতে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ হওয়ায় পাশাপাশি বিভ্রান্তি ছড়াতে পারে তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা চালানোর অপরাধে মো. জিহাদ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।