ফোরামের ঘর পেয়ে ঈদের আনন্দ বেড়ে গেলো নরসিংদীর জাহানারার
‘একবিংশ শতাব্দীতে থাকবে না কেউ গৃহহীন’ এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে দরিদ্র ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ‘ফোরাম’। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার অনুষ্ঠানিকভাবে এক বৃদ্ধার হাতে তার বসতঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
নরসিংদীর চৈতাবো এলাকায় জাহানারা বেগম নামে সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে এ বসতঘর নির্মাণ করে দেওয়া হয়।
নতুন বসত ঘর পেয়ে খুশি জাহানারা বেগম। তিনি বলেন, এই পৃথিবিতে আমার কেউ নেই। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ভাঙা একটি ঝুপড়িতে দিন কাটিয়েছি। স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পক্ষ থেকে আমাকে একটি নতুন ঘর দেওয়া হয়েছে। এতে আমি অত্যন্ত খুশি।
পরে তিনি অবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় উপস্থিত ছিলেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালক মোহাম্মাদ আল আমিন রহমান, নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালক মাহবুবুর রহমান মনির, আনোয়ার মোল্লা, হাজি মোহাম্মদ রোমান, জামাল মিয়া, বাদশা, এমদাদুল হক, রেজাউল করিম রাফি, রিজভী আহমেদ বিজয়, নাইমুল ইসলাম, আব্দুল হামিদ, মীর ইউসুফ, সাউদ মামুন প্রমুখ।