বইমেলা বন্ধ করতে বলেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি
করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। রেকর্ডের পর রেকর্ড গড়ছে প্রতিদিন। এসব রেকর্ড দেখে মানুষের আতকে ওঠার মনোভাব দৃশ্যমান। ভয় জেঁকে বসেছে সর্বত্র। আজ বৃহস্পতিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৪৬৯ জন। ঠিক এমন একটি পরিস্থিতিতে চলমান অমর একুশে বইমেলা বন্ধ করার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
আজ বৃহস্পতিবার কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোগ প্রতিরোধের জন্য অবিলম্বে সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র, বইমেলা ও অন্যান্য মেলা বন্ধ করা প্রয়োজন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সম্প্রতি করোনা সংক্রমণ কমোনোর লক্ষ্যে ১৮ দফা নির্দেশনা জারি করেছে। পরামর্শক কমিটি এই নির্দেশনা জারিকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছে। তবে এগুলো কার্যকর করার জন্য বাস্তবায়ন কর্মসূচি বা প্রস্তুতির বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন বলে তারা মন্তব্য করেছে।