বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বগুড়ার শেরপুর উপজেলায় বাসের ধাক্কায় নসিমনের তিন যাত্রী নিহত এবং আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন শেরপুর উপজেলার নসিমনচালক আলামিন (৩২), যাত্রী গোপাল সরকার (৩০) ও শাজাহানপুর উপজেলার নাঈম ইসলাম (২৫)।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, দুর্ঘটনার পর ফেলে যাওয়া শ্যামলী পরিবহণের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ফাঁড়ির পরিদর্শক আরও জানান, সন্ধ্যা ৬টার দিকে ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি বাস ভোগা বটতলা এলাকায় পৌঁছালে সেখানে বিপরীত দিক থেকে আসা দুটি নছিমনকে পরপর ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং আহত দুজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় একজন মারা যান।