বগুড়ায় করোনায় আরও ছয়জনের মৃত্যু, আক্রান্ত ১১২ জন
বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলা মোট ৪১৪ জন মারা গেছেন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১১২ জন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৪ হাজার ১৮৫ জন।
এ তথ্য নিশ্চিত করে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩১১টি। এর মধ্যে শনাক্ত হয়েছে ১১২ জন। শনাক্তের হার ৩৬ শতাংশ। করোনায় আক্রান্ত হয়ে ২৫০ শয্যার মোহাম্মাদ আলী হাসপাতালে তিনজন ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন মারা গেছেন।
এদিকে বগুড়ায় ‘কঠোর লকডাউনে’র তৃতীয় দিন চলছে আজ। শহরের অধিকাংশ মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। শহরে সীমিত আকারে রিকশা চলাচল করছে। এ ছাড়াও সকাল থেকে র্যাব, পুলিশ, বিজিবি ও সেনা সদস্যর সমন্বয়ে মোবাইল টিম শহরে টহল দিচ্ছে। ১২টি উপজেলায় একটি করে সেনা সদস্যদের দল টহল দিচ্ছে।
হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা অনুদান
অক্সিজেন সরবরাহ সংকট নিরসনে বগুড়ার ২৫০ শয্যার মোহাম্মাদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২০ সেট হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা অনুদান দিয়েছে এস আলম গ্রুপ।
আজ দুপুর ১টায় এস আলম গ্রুপের কর্মকর্তারা জেলা প্রশাসক জিয়াউল হকের কাছে ২০ সেট হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও আনুষাঙ্গিক জিনিসপত্র প্রদান করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মাদ আলী হাসপাতালে ১০ সেট ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে ১০ সেট এবং আনুষাঙ্গিক জিনিসপত্র কর্মকর্তাদের হাতে তুলে দেন।
হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সংকটে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে না পারায় মোহাম্মাদ আলী হাসপাতালে সাতজন করোনা রোগীর মৃত্যু হয়েছে এমন খবর গতকাল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে বিষয়টি নজরে আসে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায় প্রতিষ্ঠান এস আলম গ্রুপের।