বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলে নিহত
বগুড়ার কাহালু উপজেলায় ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ছাড়া মোকামতলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, আজ দুপুর ২টার দিকে বগুড়া থেকে ছেড়ে যাওয়া সান্তাহারগামী ট্রেন কাহালু রেলস্টেশনে পৌঁছালে রেললাইনের পাশে ভ্রাম্যমাণ পেয়ারা বিক্রেতা মা ও ছেলে ট্রেনে কাটা পড়ে নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন সাঘাটিয়া গ্রামের ফেলান (৫০) ও ছেলে রাজবাবু (২৫)। নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
অপরদিকে মোকামতলা ফাঁড়ির পুলিশ পরিদর্শক সনাতন জানান, সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলার মোকামতলার চৌকির ঘাট এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন কাগইল গ্রামের হানজেলা (৩৫) ও মুরাদপুর গ্রামের রনি (২০)। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।