বগুড়ায় ‘দুদল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি’, নিহত ১
বগুড়া শহরের মালতিনগর এলাকায় ‘দুদল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে’ কবির হোসেন মিনকো নামের এক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মিনকো শহরের চকফরিদ এলাকার মো. আজিজুল হকের ছেলে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী দাবি করেন, গতকাল সোমবার রাত দেড়টার দিকে শহরের মালতীনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় দুদল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে তিনিসহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান, গোয়েন্দা পুলিশের (ওসি) আসলাম আলী এবং তাদের টিম ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে জরুরি বিভাগে উপস্থিত লোকজন তাঁকে শহরের কলোনি এলাকার মিনকো হিসেবে শনাক্ত করে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, আটটি রিভলবারের গুলি, একটি ওয়ান শুটারগান, একটি লম্বা চাপাতি এবং একটি অত্যাধুনিক বার্মিজ চাকু জব্দ করেছে।
পুলিশ জানায়, মিনকোর নামে জোড়াখুন, খুন, চাঁদাবাজি, অস্ত্র এবং জখম করার অভিযোগে ১৫টির অধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০১৯ সালের জানুয়ারি মাসে অস্ত্রসহ আটক হয়ে বেশ কিছুদিন জেল খেটে চার মাস আগে জামিনে বের হন। এরপর আবার চাঁদাবাজি শুরু করলে তাঁর বিরুদ্ধে সদর এবং শাজাহানপুর থানায় ছয়টি মামলা করা হয়।