বগুড়ায় হাসপাতাল থেকে নবজাতক চুরি
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগ থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার রাতে হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ গণমাধ্যমকে বলেন, ‘বিকেল ৩টায় গাইনি ওয়ার্ডে এই চুরির ঘটনা ঘটে। তবে স্বজনরা ঘটনাটি সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। তারপরই বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে খোঁজ-খবর শুরু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ এ ব্যাপারে তৎপর রয়েছে।’
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, কাহালু উপজেলার নলখড়িয়া গ্রামের সৌরভ মিয়ার স্ত্রী নাহিদা আকতার (২৪) প্রসববেদনা নিয়ে বুধবার দুপুর দেড়টায় গাইনি ওয়ার্ডে ভর্তি হন। গাইনি ওয়ার্ডে লেবার রুমে অস্ত্রপচার ছাড়াই নাহিদা ছেলে সন্তানের জন্ম দেন।
এরপর বিকেল ৩টায় নার্সরা নবজাতককে প্রসূতির সঙ্গে আসা আবেদা বেগম নামে এক আত্মীয়ের হাতে তুলে দেন। আবেদা নবজাতককে কোলে করে লেবার রুম থেকে গাইনি ওয়ার্ডের দিকে রওনা দেন।
পথে অজ্ঞাত এক নারী আবেদা বেগমকে বলে, প্রসূতির জন্য ওষুধ লাগবে। এজন্য অজ্ঞাত ওই নারী আবেদা বেগমকে কিছু টাকাও দেন এবং বাইরে থেকে ওষুধ নিয়ে আসতে বলেন। আবেদা বেগম ওষুধ কিনতে যাওয়ার পর পরই নবজাতকসহ ওই অজ্ঞাত নারী উধাও হয়ে যান।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রাতে এনটিভি অনলাইনকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতক চুরির বিষয়টি জানিয়েছে। পুলিশ শিশুটিকে উদ্ধারের জন্য অভিযানে নেমেছে।