বঙ্গবন্ধুকে চর্চা করলে দেশপ্রেম সুসংহত হবে : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘আমাদেরকে বঙ্গবন্ধুর চর্চা করতে হবে দেশপ্রেম সুসংহত করার জন্য। আমরা যত বেশি বঙ্গবন্ধুকে চর্চা করব, তত বেশি দেশপ্রেমে সুসংহত হব।’
আইজিপি আরো বলেন, পাকিস্তানের তাঁবেদারি করে আয় করা বিপুল অর্থ এখন দেশ এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রোপাগান্ডায় ব্যয় করছে একাত্তরের পরাজিত শক্তি। সময়ের ব্যবধানে ইতিহাসের প্রয়োজনে ষড়যন্ত্রকারীরা বিলুপ্ত হবে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা এবং ‘দিশারী’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশপ্রধান এ কথা বলেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। এ ছাড়া অতিরিক্ত আইজিপি ড. মইনুর রহমান চৌধুরী, এসবির অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম, পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মোহাম্মদ নাজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ‘রাজনীতির ম্যাগনিফাইং গ্লাস’ দিয়ে না দেখে ‘দেশপ্রেমের ম্যাগনিফাইং গ্লাস’ দিয়ে দেখার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্যে বাঙালি জাতির চার হাজার বছরের শোষণ-বঞ্চনার ‘অ্যাসেন্স’ রয়েছে। ৭ মার্চের ভাষণ আরো পরিব্যাপ্ত গবেষণার দাবি রাখে।
ড. বেনজীর আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী প্রাজ্ঞচিত নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের এ ধারাকে অব্যাহত ও সুসংহত রাখতে আমাদের সবাইকে সক্রিয় থাকতে হবে। আমরা ২০৪১ সালে ধনী এবং উন্নত দেশের মানুষ হব। বঙ্গবন্ধুর অবদানকে অন্তরে লালন করে, বিশ্বাসে ধরেই আমরা এগিয়ে যাব।’
অনুষ্ঠানে কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘বাঙালি কখনো স্বাধীন ছিল না। বাংলাদেশকে যিনি স্বাধীন করেছেন তিনি বঙ্গবন্ধু। তাঁকে নিয়ে কোনো দ্বিধা নেই, সংশয় নেই।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমরা যদি পিতাকে অস্বীকার করি, তাহলে আমরা কিভাবে এ দেশে বাস করি? আমরা তাঁকে হৃদয়ে রাখব, সবার মাঝে তাঁর চেতনাকে ছড়িয়ে দিব।’
সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুকে ভালোবাসতে হবে। বঙ্গবন্ধুকে ভালোবাসলে আমরা দেশকে ভালোবাসতে পারব, দেশের জনগণকে ভালোবাসতে পারব।’
পরে আইজিপি অন্য অতিথিদের নিয়ে ১৫ আগস্ট উপলক্ষে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সেরা রচনা নিয়ে প্রকাশিত ‘দিশারী’ পুস্তকের মোড়ক উন্মোচন করেন।