বধিরদের জমি দখলমুক্ত করা হবে : পরিকল্পনামন্ত্রী
লালবাগের স্থানীয় সংসদ সদস্যের কবল থেকে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার লালবাগের এক একর জমি উদ্ধারের ঘোষণা দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার করে ৩০তলা ভবন নির্মাণের ঘোষণা দেন তিনি।
আজ শনিবার রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় বধির সংস্থার কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং শ্রবণ ও বাকপ্রতিবন্ধী মানুষের মধ্যে অনুদান ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ ঘোষণা দেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, অনুষ্ঠানে এসে জানতে পারলাম লালবাগে বধিরদের বেশ কিছু জমি বেদখল হয়ে গেছে। বিজয়নগরের বধিরদের জায়গাও বেদখল করার চেষ্টা হচ্ছে নানাভাবে। কীভাবে বধিরদের জমি দখল করে একটু মাখন খাওয়া যায়, এই পরিকল্পনা হচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার দুর্বল মানুষের সরকার। বর্তমান সরকার আইনের সরকার। আমরা আইনের পথে কোন বাধা সহ্য করবো না। লালবাগের জমি সম্বন্ধে আমি কাগজ দেখেছি। আমি এই জমি দখলমুক্ত করবো। আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের সঙ্গে কথা বলবো। এছাড়া জমি উদ্ধারের জন্য ঢাকার ডিসিকে বলা হয়েছে। আইনের মাধ্যমে অতি শিগগিরই লালবাগের জমি বধিরদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, বিজয়নগরে বধিরদের এই জায়গায় ব্যক্তিগত কারণে অনেক বার এসেছি। এখানে হেঁটে ঘুরাফেরা করেছি, আড্ডা দিয়েছি। এই বধিরদের স্কুলটার সঙ্গে আমার খুব পরিচয় আছে, আগে থেকেই। আমি শুনে কষ্ট পেলাম বধিরদের জমি দখল হয়েছে। রাজনৈতিক কোন্দল ও দলাদলির কারণে জমি বেদখল হয়েছে। কিছু মানুষ মাখন খেলেও আমাদের বধির ভাইবোনদের ক্ষতি হয়েছে। এটা আমি হতে দেব না।
জাতীয় বধির সংস্থার সভাপতি শাহাদৎ আলম হারু চৌধুরী বলেন, লালবাগের এমপি হাজী সেলিম বাংলাদেশ বধির সংস্থার এক একর জমি দখল করে নিয়েছেন। হাজী সেলিমের কাছ থেকে দুই বার দখলমুক্ত করেছি। তারপরও আবার জমি দখল করে নিয়েছেন হাজী সেলিম। ২০১৬ ও ১৭ সালে দুই বার দখলমুক্ত করেছিলাম। আমরা জমিটা দখলমুক্ত করে বহুতল ভবন নির্মাণ করতে চাই, বধির ভাই-বোনদের কল্যাণে।