বরিশালে ফেনসিডিল-গাঁজা জব্দ, আটক ২
বরিশালের সিঅ্যান্ডবি রোডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা জব্দ করেছে র্যাব-৮ এর সদস্যরা। এ সময় দুই জনকে আটক করা হয়। আজ রোববার সকালে নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব মাদক জব্দ করা হয়।
আটককৃতরা হলেন ফরিদপুর জেলার মধুখালী থানার বকশি চাঁদপুর এলাকার সোহেল গাজী ওরফে আল-আমিন (২৮) ও ভাঙ্গা থানার চুমুরন্দি এলাকার মিঠু (২৫)।
আজ বেলা সাড়ে ১২টার দিকে নগরের রুপাতলীর র্যাব-৮ এর সদর দপ্তরেএক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে মাদক ব্যবসায়ীরা ঝিনাইদহ থেকে কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ ফেনসিডিল এবং গাঁজা নিয়ে বরিশাল শহরের দিকে আসছে। র্যাবের আভিযানিক দল আজ সকালে বরিশাল মহানগরের কোতোয়ালি থানাধীন নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি থামিয়ে তল্লাশি করতে থাকে। এ সময় ‘মেসার্স এমআরসি লিমিটেড’ লেখা একটি কাভার্ডভ্যান থামানো হয়। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে দুইজন দৌড়ে পালানোর সময় তাদের আটক করা হয়।
পরে পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে দুই হাজার ৩৬০ বোতল ফেনসিডিল ও ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।