বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বরিশালের মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্টে আ. ছালাম সিকদার (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আ. ছালাম সিকদার সদর ইউনিয়নের ভাঙ্গারমোনা এলাকার আ. খালেক সিকদারের ছেলে।
স্বজনরা জানান, আজ সকাল ১০টায় আ. ছালাম সিকদার পার্শ্ববর্তী নুরুল আমিন হাওলাদারের মুরগির ফার্মে যান। সেখানে বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে থাকা একটি বাঁশের গায়ে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান।