বর্গিদের মতো আ.লীগ সবকিছু লুটপাট করছে : মির্জা ফখরুল
বর্গিদের মতো আওয়ামী লীগ সব কিছু লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘প্রতিটি ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতি। দেশের এই অবস্থায় বিএনপি বসে থাকতে পারে না, তাই সব নেতাকর্মীকে রুখে দাঁড়াতে হবে।’
ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয় চত্বরে ইফতার মাহফিলে আজ সোমবার সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমাদের সন্তানদের কোনো ভবিষ্যতের নিশ্চয়তা নেই। স্বাস্থ্যসেবার কোনো নিশ্চয়তা নেই। শিক্ষাব্যবস্থায় আমাদের সন্তানেরা যে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করবে, তার কোনো ব্যবস্থা নেই। অর্থনীতিতে লুটপাট চলছে। লাখ লাখ কোটি টাকা পাচার করে দিচ্ছে দেশ থেকে। দেখে মনে হয়, বর্গিরা যেভাবে এ দেশে এসেছিল, সবকিছু লুট করে নিয়ে গেছে, আওয়ামী লীগও সেইভাবে এসেছে। তারা এখান থেকে সবকিছু লুট করে নিয়ে চলে যাচ্ছে।’
মির্জা ফখরুল এ সরকারের পদত্যাগ দাবি করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে প্রতিনিধিত্ব গঠনের উপর জোর তাগাদা দেন।
সংবাদকর্মী আইন তৈরির কড়া সমালোচনা করে মির্জা ফখরুল সংবাদকর্মীদের উপর সরকারকে চড়াও না হওয়ার দাবি জানান।