বর্জ্য অপসারণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে চসিক
কোরবানির পশুর বর্জ্য অপসারণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘গত বছর আমরা ৫টায় সময় নির্ধারণ করেছিলাম। এ বছর আমরা এক ঘণ্টা আগে নিয়ে এসেছি। ৪টায় নির্ধারণ করেছি বর্জ্য অপসারণের জন্য। এবার বর্জ্য অপসারণের জন্য পাঁচ হাজার সেবকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা নিয়োজিত রয়েছে। একইসঙ্গে সাড়ে তিনশ গাড়ি ও বিভিন্ন উপকরণের ব্যবস্থা করেছি।’
আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর দামপাড়া থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড ও এলাকা পরিদর্শন শেষে মেয়র এই কথা বলেন।
মেয়র নাছির আরো বলেন, ‘আমাদের সঙ্গে অন্য সিটি করপোরেশন ব্যতিত্রুম হচ্ছে আমাদের সেবকরা সকাল ৯টা থেকে বর্জ্য অপসারণ শুরু করে। যতক্ষণ পর্যন্ত পুরো শহরে বর্জ্য অপসারণ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তারা কাজ করে যাবে।’