বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীর চাপ অব্যাহত
কঠোর বিধিনিষেধের দশম দিন আজ রোবাবার বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি ও লঞ্চগুলোয় ঢাকামুখী যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে।
শিমুলিয়া ঘাটে অতিরিক্ত যাত্রী নেওয়ার দায়ে চারটি লঞ্চকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় প্রায় এক ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ ছিল। চারটি লঞ্চকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফেরিতে যাত্রীদের ঢল নামে। পরে অবশ্য লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
এরপর লঞ্চগুলোতেও প্রচণ্ড যাত্রীর চাপ লক্ষ করা গেছে। উভয় ঘাটে প্রশাসন তৎপর রয়েছে। গার্মেন্টসসহ রপ্তানিমুখী কলকারখানা খোলার ঘোষণায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে বিআইডব্লিউটিসি সূত্র দাবি করেছে। আজও ১০টি ফেরি চলছে। নৌযানগুলোতে স্বাস্থ্যবিধি মানার তেমন কোনো চিত্র নেই।
এদিকে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্রোতের গতিও বৃদ্ধি পেয়েছে। ফলে ফেরি পারাপারে দীর্ঘ সময় লাগছে।
বরিশাল, পটুয়াখালী, খুলনা, ফরিদপুর, মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে গণপরিবহণ ঘাটে আসছে। সেখানেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। উভয় ঘাটেই যানবাহনের বেশ চাপ রয়েছে।
বাংলাবাজার ঘাট ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, লঞ্চ চলাচল শুরু করায় ফেরিতে চাপ কমেছে। এখনো গার্মেন্টসকর্মীদের প্রচণ্ড চাপ রয়েছে। এ জন্য ফেরির সংখ্যা ছয়টি থেকে বাড়িয়ে ১০টি করা হয়েছে।