ইদযাত্রা : পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়
ঈদের আনন্দ ভাগাভাগি আর উৎসবে মেতে ওঠার প্রত্যয়ে ঢাকা ছাড়ছেন দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী ঘরমুখো যাত্রীরা। আজ শনিবার (১৫ জুন) যাত্রীদের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায়। আজ সকালে পারাপারের জন্য যানবাহনের চাপ নেই। তবে পথে গাড়ি পরিবর্তন করে ভেঙে ভেঙে আসা যাত্রীদের কিছুটা চাপ রয়েছে। এর পাশাপাশি কোরবানির পশুবাহী গাড়িরও বাড়তি চাপ দেখা গেছে।
দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার ঈদে ঘরমুখী মানুষ ও যানবাহন এই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ হয়ে চলাচল করে থাকে। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ কমে এসেছে। তবে ঈদের সময় যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘এ সময় নদীতে পানি বাড়ায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীর অববাহিকায় তীব্র স্রোত রয়েছে। এ কারণে স্বাভাবিক সময় থেকে বর্তমানে ফেরি চলাচলে সময় বেশি লাগছে।’
ঈদ উপলক্ষে এই নৌপথে ১৮টি ফেরি ও ৩৪টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলেও জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।