বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ থাকবে: প্রধানমন্ত্রী
আগামী পহেলা বৈশাখ বাংলা নববর্ষের দিন কোনো ধরনের জমায়েত বা অনুষ্ঠানের আয়োজন না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নববর্ষের অনুষ্ঠান আমরাই শুরু করেছিলাম। কিন্তু তাও আমাদের বন্ধ রাখতে হচ্ছে। মানুষের কল্যাণেই এ অনুষ্ঠান না করার অনুরোধ আপনাদের কাছে। ওই দিন কোনো জনসমাগম করা যাবে না।
আজ মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন। এ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। এ ডিজিটাল সুবিধা নিয়ে পহেলা বৈশাখের দিন কেউ চাইলে গান-বাজনা করতে পারেন। এতে অসুবিধার কিছু নেই। তবে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। কেউ যাতে ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে বিভ্রান্তি ও গুজব না ছড়ায় এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের ভেতর থেকে ও বাইরে থেকেও গুজব ছড়ানো হচ্ছে। গুজব রটনাকারীদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। গুজব রটানো যাবে না এবং গুজবে কান দেওয়া যাবে না। আমরা মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছি। করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই আমরা এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছি।’
সব অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘কেউ করোনায় সংক্রমণের ঝুঁকি মনে করলে সঙ্গে সঙ্গে তিনি চিকিৎসা নেবেন। আমরা ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও করোনা শনাক্তের ব্যবস্থা করেছি। কাজেই এ বিষয়ে অবহেলা করলে চলবে না। আমরা আমাদের চারপাশ পরিষ্কার রাখব। অপরকেও পরিষ্কার রাখতে বলব। আমরা যদি নিজেরা সচেতন হই, তাহলে ইনশা আল্লাহ আমরা ভালো থাকব।’