বাগেরহাটে দুর্বৃত্তের আগুনে দগ্ধ ১৬ গরু
বাগেরহাটে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি দুগ্ধ খামারের ১৬ গরু দগ্ধ হয়েছে। এরমধ্যে দুটি গরু মারা গেছে। গতকাল বুধবার (১ মার্চ) দিনগত রাতে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা প্রাণিসম্পদ বিভাগের পরিচালক ডা. লুৎফর রহমান।
দুগ্ধ খামারটি মালিক ওই এলাকার বাসিন্দা নাজমুল আলম রুবেল। কারা, কেন খামারে আগুন দিয়েছে—এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
রুবেল জানান, তিনি দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় ছিলেন। কোরিয়া থেকে দেশে ফিরে গরুর খামার করেন। তার খামারে প্রতিদিন ৯০ লিটার দুধ উৎপাদন হতো। মিল্ক ভিটা কোম্পানিকে তিনি দুধ সরবরাহ করতেন। প্রাণিসম্পদ বিভাগ বাগেরহাটের মাঠকর্মী তারিক হোসেন বলেন, বেশিরভাগ গরুগুলোর শ্বাসনালীসহ বিভিন্ন অঙ্গ পুড়ে গেছে।
নাজমুল আলম বলেন, বুধবার রাত ১১টার দিকে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সবগুলো গরুই আগুনে দগ্ধ হয়। পরে দুটি গরু মারা যায়।
এই খামারি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জেরে গোয়ালে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে খুলনা বিভাগীয় পরিচালক ডা. লুৎফর রহমান বলেন, ‘বিভিন্ন বয়সের ১৬টি গরু অগ্নিদগ্ধ হয়। এতে দুটি গরু মারা গেছে। দগ্ধ গরুগুলোকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’