বাগেরহাটে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি, পুলিশ হেফাজতে ২৮ নেতাকর্মী
বাগেরহাটে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় হট্টোগোল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির জেলা আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিমসহ অন্তত ২৮ নেতাকর্মীকে পুলিশ হেফাজতে নিয়েছে। আজ শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি বলেন, ‘আজ শনিবার দুপুরে শহরের জেলা বিএনপি কার্যালয়ে আহ্বায়ক কমিটির সভা শুরু হয়। এর পর সভার সভাপতি এ টি এম আকরাম হোসেন তালিম সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা শুরু করলে বর্তমান আহ্বায়ক তালিম গ্রুপের সঙ্গে সাবেক জেলা বিএনপি সভাপতি এম এ সালাম গ্রুপের নেতাকর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুর শুরু হলে সভা পণ্ড হয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যে যার মতো পালিয়ে যায়।’
শেখ শাহেদ আলী রবি আরও বলেন, ‘পুলিশ এসে ঘটনাস্থল থেকে জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম, শেখ কামরুল ইসলাম গোরা, সরদার অহিদুল ইসলাম পল্টু, শেখ ফরিদুল ইসলাম, মোল্লা ইসহাক আলীসহ অন্তত ২৮ নেতাকর্মীকে ডিবি পুলিশ ও বাগেরহাট মডেল থানা পুলিশ তাদের গাড়িতে করে মডেল থানায় নেয়।’
বিএনপির নেতাকর্মীদের পুলিশে হেফাজতে নেওয়ার ঘটনায় একাধিকবার চেষ্টা করে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।