বান্দরবানের দুই উপজেলায় ‘রেড জোন’ ঘোষণা
বান্দরবানে করোনা সংক্রমণ রোধে সদর ও রুমা উপজেলায় ‘রেড জোন’ ঘোষণা করে লকডাউন করা হয়েছে। আগামীকাল বুধবার দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ঘোষণা কার্যকর হবে।
আজ মঙ্গলবার দুপুরে লকডাউনের এ ঘোষণা দেন জেলা প্রশাসক।
প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানায়, মহামারি করোনাভাইরাস দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে পার্বত্য জেলা বান্দরবানে। আক্রান্ত রোগীর সংখ্যাটা প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৬৩ জন। এর মধ্যে সদরে ৩০ জন এবং রুমায় পাঁচজন। সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সরকারি সংস্থাগুলোর মতামতের ভিত্তিতে বান্দরবান সদর ও রুমা দুটি উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এ জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছে একজন।
বুধবার দুপুর ১২ থেকে বান্দরবান সদর ও রুমা উপজেলা সম্পূর্ণ লকডাউন কার্যকর করা হবে। শুধু জরুরি ওষুধের দোকান খোলা থাকবে। এ ছাড়া অফিস, ব্যাংক, বিমা, দোকানপাট, হাটবাজার, ব্যবসাপ্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। কোনোভাবেই জনসাধারণের ঘর থেকে বের হওয়া যাবে না। মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন জানান, সংক্রমণ রোধে পরিস্থিতি মোকাবিলায় বান্দরবান সদর ও রুমা উপজেলা ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। দুটি উপজেলা আগামীকাল দুপুর ১২টা থেকে সম্পূর্ণ লকডাউনের আওতায় চলে যাবে। ওষুধের দোকান ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’