বান্দরবানে আরো তিনজন করোনা রোগী শনাক্ত
বান্দরবানে আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে থানচি উপজেলায় দুজন পুরুষ ও লামা উপজেলায় একজন নারী রয়েছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নির্ধারিত ল্যাবরেটরি টেস্টে তাদের করোনা পজিটিভ ধরা পড়ে।
স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, থানচির সোনালী ব্যাংক শাখার একজন নিরাপত্তারক্ষী এবং আরেকজন বড়মদক এলাকার বাসিন্দা মারমা সম্প্রদায়ের এক পুরুষ। অন্যদিকে লামা উপজেলায় সদর ইউনিয়নে এক নারীর (৩২) করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর আগে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তাবলিগ জামাতফেরত একজন পুরুষের করোনাভাইরাস ধরা পড়ে।
এদিকে, বান্দরবানে হোম কোয়ারেন্টিনে আছে ৩৮৯ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ২৩ জন ও আইসোলেশনে আছে তিনজন।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, বান্দরবানে নতুন আরো তিনজনের করোরাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে টেস্টে শনাক্ত হওয়ার বিষয়টি স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। এ ছাড়া নাইক্ষ্যংছড়িতে আগে আরেকজন করোনা পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে বান্দরবান জেলায় তিনজন পুরুষ ও একজন নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।