বাবার মতো জনসেবায় নিয়োজিত থাকতে চান ইশরাক
সদ্য প্রয়াত রাজনীতিবিদ সাদেক হোসেন খোকার মতো নিজেকে আজীবন জনসেবায় নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁর ছেলে ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির এই প্রার্থী এই ইচ্ছে পূরণে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
আজ শনিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন ইশরাক।
ওই সময় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সফু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাদল উপস্থিত ছিলেন।
ইশরাক হোসেন বলেন, ‘নির্বাচিত হলে মেয়র হিসেবে যা যা করণীয় আমি তা করব। আগামী ১ ফেব্রুয়ারি ফলাফল যাই হোক না কেন এই এলাকার সন্তান হিসেবে আমি আজীবন হিন্দু সম্প্রদায়ের পাশে থাকব। আমার বাবা সবসময় হিন্দু ধর্মাবলম্বীদের পাশে ছিলেন। আমি উনার মতাদর্শে মানুষ হয়েছি। আমিও আমার বাবার মতো আজীবন এই এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকব।’
ইশরাক সবার আশীর্বাদ কামনা করে বলেন, ‘আমি যেন আজীবন নিজেকে জনসেবায় নিয়োজিত রাখতে পারি, সেজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।’