বাবার সঙ্গে গোসলে নেমে মেঘনায় নিখোঁজ মাদ্রাসাছাত্র
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে তলিয়ে যাওয়া মাদ্রাসাছাত্র রাফিদ হাসান মাহির (১৫) সন্ধান মেলেনি এক দিন পেরিয়ে গেলেও। মাহার পরিবারে চলছে আহাজারি।
স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও পরিবারের পক্ষ থেকে ঘটনাস্থলের আশেপাশে মেঘনার বিভিন্ন পয়েন্টে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
রাফিদ হাসান মাহি রানীর বাজার শাহী মসজিদ পরিচালিত হাজী জনাব আলী আদর্শ ফোরকানিয়া মাদ্রাসার ‘হিফজ বিভাগের’ শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রোববার ঈদের দিন সকাল ৬টার দিকে মাহি তার বাবা নূরুল আমিন মজুমদারের সঙ্গে মেঘনার ভৈরব বাজার লোহাঘাট এলাকায় গোসল করতে যায়। সাঁতার না জানায় সে ঘাটের সিঁড়িতে গোসল করার কোনো এক ফাঁকে পানিতে তলিয়ে যায়।
বিষয়টি টের পেয়ে মাহির বাবা তৎক্ষণাৎ ঘাটের লোকজনদের নিয়ে ছেলের সন্ধান করে ব্যর্থ হয়ে ভৈরব বাজার নদী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে মাহির সন্ধান পেতে ব্যর্থ হন।
এ প্রসঙ্গে ভৈরব বাজার নদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন জানান, খবর পেয়ে তাঁরা সকাল সোয়া ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ মাহির সন্ধান চালান। কিন্তু, নদীতে প্রবল স্রোত থাকায় তাঁরা সন্ধানে ব্যর্থ হন। আজও তাঁদের অনুসন্ধান কাজ অব্যাহত আছে।
নিখোঁজ মাদ্রাসাছাত্র মাহির ভগ্নিপতি ডা. ইমরান জানান, আজ সোমবার সকাল থেকে তিনি ঘটনাস্থলের আশপাশসহ ভৈরবের ভাটি অঞ্চল নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর, আলগী ইত্যাদি এলাকায় মেঘনার বিভিন্ন পয়েন্টে নৌকা নিয়ে অনুসন্ধান চালিয়েছেন। কিন্তু, এখনও নিখোঁজ মাহির সন্ধান পাননি।