বামদের কালোপতাকা মিছিলে পুলিশের লাঠিপেটা
রাজধানীর মৎস্য ভবন এলাকায় আজ সোমবার দুপুরে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অন্তত ৩৬ জন আহত হয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বছর পূর্তিতে বাম গণতান্ত্রিক জোট দিবসটিকে কালো দিবস পালনের কর্মসূচি হিসেবে আজ দুপুর সাড়ে ১২টার দিকে গণভবন অভিমুখে মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে। এ সময় পুলিশের দুই সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) বেশ কয়েকজন আহত হন।
মৎস্য ভবন এলাকায় বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের থামাতে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। ব্যারিকেড ভেঙে নেতাকর্মীরা এগুতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বাম নেতাকর্মীদের লাঠিপেটা করে পুলিশ। এতে উভয়পক্ষের অন্তত ৩৬ জন আহত হয়েছেন। মৎস্যভবন এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সজীব চৌহান, হযরত আলী, সুমি, হাসান, আনারুল, সোহাগী, মঞ্জুর মইন, আরমান, মুন্নি সরকার, আরমান, ইরফান, নাইম, সুমন, মুন্সি, নাসির উদ্দিন, মনিরুদ্দিন, লিপি, আরিফ, সুস্মিতা, সজিব, তমা, রাশেদ, উজ্জল, রিমি, মোমেন, মানিক, মাসুদ, আজাদ, সৈকত আরিফ, হযরত আলী।
এএসআই জিয়াউল ও মালেক, কনস্টেবল রাকিবুল, আশিক আহমদ, মো. ফয়সাল, মনোরঞ্জন, রমজান ও পার্থ চন্দ্র দাস আহত হয়েছেন বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানান, প্রায় ৩৬ জনের মতো আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাদের সবাই হালকা আহত হয়েছেন। কেউই মারাত্মকভাবে আহত নন। সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো ভর্তি রাখার মতো কাউকে পাওয়া যায়নি।