বাসায় পুলিশ আসার খবরে উধাও ডা. মুরাদ হাসান
সমালোচনা যেন পিছু ছাড়ছে না সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের। আজ বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন তাঁর স্ত্রী ডা. জাহানারা এহসান। এমনকি সন্ধ্যায় ধানমণ্ডি থানায় উপস্থিত হয়ে তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নম্বর ৩৩৪।
জিডিতে তার স্ত্রী ডা. জাহানারা এহসান উল্লেখ করেন, ডা. মুরাদ হাসান আজ দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আমার সন্তানদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিক ও মানুষিক নির্যাতন করে। এ সময় ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ আসার আগেই সে বাসা থেকে বের হয়ে যায়।
এ বিষয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘ডা. মুরাদ হাসানের স্ত্রী সন্ধ্যায় ধানমণ্ডি থানায় একটি জিডি করেছেন। জিডিতে তিনি স্বামী কর্তৃক নির্যাতনের অভিযোগ এনেছেন। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। দায়িত্বরত পুলিশ তাকে বাসায় গিয়ে পায়নি। তিনি কোথায় আছেন আমরা তা জানি না। তবে আমরা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।’
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে এক অভিনেত্রীর সঙ্গে ডা. মুরাদ হাসানের অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৭ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন।