বিএনপিনেতা টিএস আইয়ুব গ্রেপ্তার
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কৃষক দলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক টিএস আইয়ুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার মধ্যরাতে যশোরের বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মাসুদুর রহমান নামে এক ব্যক্তির বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন জানান, বিএনপিনেতা টিএস আইয়ুবের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় পাঁচটি মামলা রয়েছে। এ মামলাগুলোতে তিনি ওয়ারেন্টভুক্ত ছিলেন।’
ওসি ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছাতিয়ানতলা গ্রামের একটি বাড়ি থেকে আইয়ুবকে গ্রেপ্তার করা হয়।
যদিও স্থানীয় বিএনপির নেতাদের দাবি, দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগকালে পুলিশ টিএস আইয়ুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।