বিকাশের হ্যাক হয়ে যাওয়া টাকা উদ্ধার করে দিলো পুলিশ
কিশোরগঞ্জের এক মহিলার বিকাশ অ্যাকাউন্ট থেকে হ্যাক হয়ে যাওয়া টাকা উদ্ধার করে ফিরিয়ে দিলো কুলিয়ারচর থানা পুলিশ। টাকা ফেরৎ পেয়ে খুশি ওই ভুক্তভোগী নারী সাবিনা বেগম। তিনি উপজেলার তাঁতারকান্দি এলাকার সাইদুর রহমানের স্ত্রী।
সাবিনা বেগম জানান, আজ শুক্রবার দুপুরে ঢাকায় কর্মরত স্বামী মো. সাইদুর রহমান ঈদ কেনাকাটার জন্য ৯ হাজার টাকা তার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে পাঠান। টাকা তার অ্যাকাউন্টে আসার খানিক পড়ে দেখতে পান কে বা কারা সেই টাকা উত্তোলন করে নিয়েছেন।
সাবিনা বেগম টাকা উত্তোলনের ম্যাসেজ দেখামাত্র কালবিলম্ব না করে কুলিয়ারচর থানায় ছুটে যান। বিষয়টি অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফাকে জানালে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানায় কর্মরত উপ-পরিদর্শক ফখরুল হাসান ফারুককে নির্দেশ দেন।
অফিসার ইনচার্জের নির্দেশনাক্রমে উপ-পরিদর্শক ফখরুল হাসান ফারুক তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র ৪ ঘণ্টার মধ্যে অজ্ঞাতনামা হ্যাকার গ্রুপকে শনাক্ত করে ভদ্রমহিলার হ্যাক করে নিয়ে যাওয়া পুরো ৯ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দেন।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এরকম ঘটনার মুখোমুখি হলে দ্রুত থানায় যোগাযোগ করতে ভুক্তভোগীদের আহ্বান জানান।