গোল্ড কিনেন অ্যাপে স্বয়ংক্রিয় ও ঝামেলাহীন উপায়ে গোল্ড সঞ্চয়ের সুবিধা
বাংলাদেশের সর্বপ্রথম ও একমাত্র গোল্ড কেনার অ্যাপ গোল্ড কিনেন গোল্ড সঞ্চয়কে সবার জন্য আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও ঝামেলাহীন করতে উদ্যোগ নিয়েছে। অ্যাপটি শুরু করছে বিকাশ পেমেন্টের মাধ্যমে দেশের প্রথম স্বয়ংক্রিয় মাসিক গোল্ড সঞ্চয়ের সুবিধা।
গোল্ড কিনেন অ্যাপের নতুন ‘অটো গোল্ড সেভ’ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিমাসে ১ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত গোল্ড সঞ্চয় করার সুযোগ পাবেন। ব্যবহারকারীদের নির্দিষ্ট বিকাশ অ্যাকাউন্ট থেকে পূর্বনির্ধারিত তারিখে, ব্যবহারকারীর সম্মতি সাপেক্ষে, স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে গোল্ড জমা হয়ে যাবে, ব্যবহারকারীর গোল্ড কিনেন অ্যাকাউন্টে। গোল্ড সঞ্চয়ের প্রবণতা নিয়ে মানুষকে উৎসাহিত করতে সম্পূর্ণ ঝামেলাহীন ব্যবস্থা নিশ্চিত করবে অনন্য এই ফিচার।
এ উদ্যোগটি লোকজনকে গোল্ড কিনতে অনুপ্রাণিত করতে বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা। লোকজন স্মার্ট গোল্ড সঞ্চয়ের প্রতি আগ্রহী হয়ে উঠবে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশের মানুষের আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধি পাবে, সঞ্চয় প্রবণতা গড়ে উঠবে এবং আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত হবে।
অ্যাপ ব্যবহারকারীদের জন্য থাকছে বিকাশ পেমেন্টের মাধ্যমে প্রতি ট্রানজেকশনে ৫ শতাংশ ক্যাশব্যাক (প্রতি মাসে ৫ হাজার টাকা পর্যন্ত) সুবিধা। এই বছরের নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে অফারটি চলবে।
সবার জন্য গোল্ড কেনাকে স্বাচ্ছন্দ্যময়, সুবিধাজনক ও সাশ্রয়ী করে তোলাই গোল্ড কিনেন অ্যাপের মূল লক্ষ্য। এই অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে।